আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, প্রথমে ভাবতাম এটা শুধু মজার একটা খেলা। কয়েকটা ছোট জয় পেয়ে এমন উত্তেজনা হয়েছিল যে থামা প্রায় অসম্ভব। একসময় খেয়াল করলাম, রাতে ঘুম না হয়ে শুধু ভাবি "আরেকবার চেষ্টা করি"। তখনই বুঝলাম সীমা পেরিয়ে গেছি। পরে কয়েকদিন লগইনই করিনি, মাথা ঠান্ডা রাখতে। এখন আবার খেলি, কিন্তু সময় আর টাকার সীমা কড়াভাবে মেনে চলি।
Reply to this topic Share on my timeline