স্কুল পরিদর্শকঃ তোমাদের পড়াশুনো কেমন
চলতেছে ?☺
ছাত্রঃ মোটামুটি ভালো Sir।😂
স্কুল পরিদর্শকঃ পড়াশুনোর মধ্যে কোনটা
তোমাদের কাছে সব চাইতে মজাদার লাগে ?😊
ছাত্রঃ টিফিন টাইমে খেলা করতে।😜
স্কুল পরিদর্শকঃ Fine, আর কোনটা সব থেকে
খারাপ লাগে?😖
ছাত্রঃ পরীক্ষা।🙊🙊
স্কুল পরিদর্শকঃ Oh really! তাহলে তোমরাই
সাজেশন দাও কিভাবে পরীক্ষাটাকে মজাদার করা
যায়।😱😱
এই কথা শুনে ক্লাসের সবাই চুপ।
লাষ্ট ব্রেঞ্চে বসা বল্টু হাত তুললো।😎😎
স্কুল পরিদর্শকঃ Yes, my boy. বলো!
বল্টুঃ স্যার, টেস্ট ক্রিকেট খেলা বোরিং লাগা শুরু
করেছিলো এই কারনে টি-টোয়েন্টি এসে
যেমন ক্রিকেটকে মজাদার করে দিয়েছে।
পরীক্ষাটাকেও তেমন ভাবে মজাদার করে
দেওয়া যায়।😱😱
.
স্কুল পরিদর্শকঃ বাহ, বলো বলো কি তোমার
প্রস্তাব?
বল্টুঃ স্যার, তাহলে আমার প্রস্তাব গুলো শুনুনঃ
১। পরীক্ষার তিন ঘন্টার প্রথম পয়তাল্লিশ মিনিট
হবে পাওয়ার প্লে,
তখন স্যারেরা ক্লাশের বাইরে থাকবে।😂😂
২। পাওয়ার প্লে শেষ হবার পরের পয়তাল্লিশ
মিনিটে ওভার রেস্ট্রিকশন থাকবে,
মানে একজন স্যার চার বারের বেশি পরীক্ষার
রুমে ঢুকতে পারবেন না।😜😜
৩। আর যদি ভূল করে ঢুকে পড়েন তাহলে
ফ্রী হিট হবে, অর্থাৎ
একটা প্রশ্নের উত্তর তাঁকে সবাইকে বলে
দিতে হবে।😂😂
৪। এছাড়াও স্যার প্রতি এক ঘন্টার শেষে
পাঁচ মিনিট করে স্ট্র্যাটেজিক টাইম আউট
হবে,
যখন ছাত্ররা নিজেদের প্রয়োজন মত
আলোচনা করে নিতে পারে।🙊🙊
.
পরিদর্শক বেহুশ।
😜😜