শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারখানার তত্ত্বাবধায়কের মৃত্যু
***********************************************************************
গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামছুল হক (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে উপজেলার ছাতিরবাজার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামছুল হক শরীয়তপুর সদর উপজেলার উত্তর ভাসানচর গ্রামের জয়নাল আবেদীন মৃধার ছেলে। তিনি শ্রীপুরের ছাতিরবাজার এলাকার অটো স্পিনিং মিলস লিমিটেড কারখানার একটি প্রকল্পে তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) পদে চাকরি করতেন।

কারখানা ও স্বজনদের সূত্র জানায়, ঈদে সামছুল হক ছুটি না নিয়ে কর্মস্থলে থেকে যান। ঈদের দ্বিতীয় দিন আজ তিনি কারখানায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় প্রকল্প এলাকার ভেতরে একটি শেডে অসাবধানবশত বৈদ্যুতিক সুইচবোর্ডে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে ঢলে পড়েন। পরে তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন কয়েকজন। তাঁরা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে সামছুল হককে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে সামছুল হক মারা গেছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অসীম মণ্ডল প্রথম আলোকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

source : প্রথম আলো

image