উত্তর কোরিয়ায় কোথায় থাকবেন পুতিন
***********************************************************************
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় দুই যুগ পর আজ মঙ্গলবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। রাজধানী পিয়ংইয়ংয়ে কুমসুসান গেস্টহাউসে উঠবেন তিনি। সফরকালে এটাই হবে রুশ প্রেসিডেন্টের সাময়িক আবাসস্থল।

এর আগে ২০১৯ সালে রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় গিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তখন তিনিও এই গেস্টহাউসে উঠেছিলেন।

রাষ্ট্রীয় গেস্টহাউসটি পিয়ংইয়ংয়ে কুমসুসান প্রাসাদের (কুমসুসান প্যালেস অব সান) কাছে অবস্থিত। ওই প্রাসাদে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বাবা কিম জং-ইল এবং দাদা কিম ইল-সাংয়ের সমাধি রয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) খবর, ২০১৯ সালে চীনের প্রেসিডেন্টের সফরের আগে মাত্র কয়েক মাসের মধ্য এই গেস্টহাউস বানানো হয়েছে।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে পুতিন আজ উত্তর কোরিয়ায় যাচ্ছেন। সফরে দেশ দুটির মধ্যে অংশীদারি চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে। ফলে পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে নিরাপত্তাসহ নানা ধরনের সহযোগিতা বাড়বে।

পুতিন সর্বশেষ উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন ২৪ বছর আগে, ২০০০ সালের জুলাইয়ে। গত বছরের সেপ্টেম্বর রাশিয়ার দূরপ্রাচ্য সফরে গিয়েছিলেন কিম জং-উন। তখন তিনি পুতিনকে পিয়ংইয়ংয়ে আমন্ত্রণ জানান। সেই নিমন্ত্রণে সাড়া দিয়ে দেশটিতে সফর করছেন পুতিন।

উত্তর কোরিয়া সফর শেষে আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৯ ও ২০ জুন) ভিয়েতনাম সফরে যাবেন পুতিন।

source : প্রথম আলো

image