একক সংখ্যাগরিষ্ঠতায় চোখ ফ্রান্সের ডানপন্থী নেতা বারদেলার
***********************************************************************
আসন্ন পার্লামেন্ট নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের অতি ডানপন্থী দল ন্যাশনাল র্যালির (আরএন) নেতা জর্দান বারদেলা।
গতকাল মঙ্গলবার তিনি এ আহ্বান জানান। বারদেলা বলেন, কার্যকরভাবে সরকার পরিচালনায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।
ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে দলের বাজে ফলাফলের পর ফ্রান্সে আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ৩০ জুন প্রথম আর আগামী ৭ জুলাই দ্বিতীয় ধাপে ভোট গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর বিভিন্ন জনমত জরিপে বারদেলার নেতৃত্বাধীন ন্যাশনাল র্যালিকে এগিয়ে রাখা হয়েছে।
বারদেলার জাতীয়তাবাদী ও অভিবাসনবিরোধী দলটির প্রথমবারের মতো ক্ষমতায় আসার সুযোগ তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত দলটি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
ফ্রান্সে সংস্কার আনতে চান জানিয়ে ভোটারদের উদ্দেশে বারদেলা বলেন, একক সংখ্যাগরিষ্ঠতা ছাড়া এটা সম্ভব নয়। তিনি বলেন, ‘কার্যকরভাবে সরকার পরিচালনায় আমার একক সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।
source : প্রথম আলো