চীনের ‘পান্ডা কূটনীতি’ কী, এটা কীভাবে কাজ করে
***********************************************************************
চীন-অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কে কয়েক বছর ধরেই টানাপোড়েন চলছে। সম্পর্কোন্নয়নে চলতি সপ্তাহে অস্ট্রেলিয়া সফর করেন চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং। সফরকালে দুই দেশের সুসম্পর্ক গড়ার সদিচ্ছার প্রতীক হিসেবে পান্ডা পাঠানোর প্রস্তাব দেন চীনের প্রধানমন্ত্রী।
সম্পর্ক এতটাই তিক্ত হয়েছিল যে ২০২০ সালে অস্ট্রেলীয় কৃষিপণ্য ও খনিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল বেইজিং। কূটনেতিক বিরোধ ডালপালা মেলে বাণিজ্য-অর্থনীতিতেও। অস্ট্রেলিয়ার বৃহত্তম বাণিজ্য অংশীদার চীন। সম্পর্ক উষ্ণ করার প্রক্রিয়ায় এখন ভরসা করা হচ্ছে পান্ডার ওপর।
চীনা সংস্কৃতিতে পান্ডার আলাদা গুরুত্ব রয়েছে। বহু বছর ধরে চীনে পান্ডাকে ‘বন্ধুত্বের দূত’ বিবেচনা করা হয়। ফলে বিশ্বজুড়ে মিত্রতা গড়তে চীন বিভিন্ন সময় পান্ডার ওপর ভরসা করেছে, এখনো করছে।
এ জন্য বন্ধুত্ব গড়তে চাওয়া দেশগুলোকে বিভিন্ন সময় পান্ডা উপহার দিয়েছে বেইজিং। পান্ডা উপহার দিয়ে বন্ধুত্ব গড়ার এই প্রচেষ্টা চীনের ‘পান্ডা কূটনীতি’ নামে পরিচিত।
কখন পান্ডা কূটনীতির শুরু
গণপ্রজাতন্ত্রী চীনের যাত্রা শুরু হয় ১৯৪৯ সালে। ওই সময় থেকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভাবমূর্তি গড়ে তুলতে পান্ডার ওপর ভরসা করতে শুরু করে দেশটি। শুভেচ্ছাদূত হিসেবে বিভিন্ন দেশের চিড়িয়াখানায় পাঠানো হয় পান্ডা। এমনকি বিদেশি চিড়িয়াখানায় নির্দিষ্ট সময়ের জন্য পান্ডা ধার দেয় চীন।
১৯৫৭ সাল, চীনে মাও সে-তুংয়ের শাসন চলছে। সোভিয়েত শাসনের সূচনাকারী অক্টোবর বিপ্লবের ৪০তম বার্ষিকীতে সাবেক সোভিয়েত ইউনিয়নকে ‘পিং পিং’ নামে একটি পান্ডা উপহার দেন মাও সে-তুং।
সমাজতান্ত্রিক বিশ্বের সঙ্গে সম্পর্ক পাকাপোক্ত করতে ১৯৫৯ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নে আরও একটি পান্ডা পাঠায় চীন। ১৯৬৫ থেকে ১৯৮০ সালের মধ্যে উত্তর কোরিয়াকে পাঁচটি পান্ডা দিয়েছিল চীন।
লিং লিং ও হিসিং হিসিং—বিশ্ব রাজনীতিতে আলোচিত দুটি পান্ডার নাম। সময়টা ১৯৭২ সাল। পরাশক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে চাইছে চীন। ঐতিহাসিক সফরে বেইজিংয়ে যান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। নিক্সনের সফরকে স্মরণীয় করে রাখতে ওয়াশিংটনকে এই দুটি পান্ডা উপহার দেয় বেইজিং। চীনের পররাষ্ট্রনীতিতে অন্যতম বাঁকবদলের মুহূর্ত ধরা হয় এ ঘটনাকে।
এর পর থেকে জাপান, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেনসহ বিভিন্ন সময়ে বিভিন্ন দেশকে ‘বন্ধুত্বের নিদর্শন’ হিসেবে পান্ডা দিয়েছে বেইজিং।
source : প্রথম আলো