গভীর গহীন এক বিশাল জঙ্গল। নাম শেরউড ফরেস্ট। সেই জঙ্গলের মধ্যে দিয়ে একটা আঁকাবাঁকা সরু পথ ধরে দ্রুত, দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে এক যুবক। পরনে সবুজ পোশাক, মাথায় নীল রঙের হুড, কাঁধে প্রকাণ্ড এক ধনুক, পিঠের তূণে বিশ-পঁচিশটা তীর। চলার ছন্দে দুলছে কোমরে ঝুলানো খাপে পোরা ছোট্ট ছোরাটা।

https://www.inspireliterature.....com/robinhood-by-kaz

রবিনহুড - কাজী আনোয়ার হোসেন
Favicon 
www.inspireliterature.com

রবিনহুড - কাজী আনোয়ার হোসেন

Table of contents ১. কিভাবে রবিন দস্যু হলো ২. লিটল জন ৩. আর্থার এ ব্ল্যাণ্ড ৪. উইল স্কারলেট ৫. মিজ দ্য মিলার ৬. নটিংহামের শূটিং ম্যাচ ৭. উইল স্টিউটলির ফাঁসী ৮. শেরউডের ভোজ ৯. আবার শেরিফ শেরউডে ১০. অ্যালান-এ-ডেল ১১. সন্ন্যাসী টাক ১২. দুখী নাইট ১৩. সুন