দুপুর বেলা আমাদের ছাদে একটা চোর ধরা পড়ল।

আমি খবরের কাগজ নিয়ে রোদে বসেছিলাম। ছুটির দিনে আরাম করে কাগজ পড়ব–হৈ চৈ শুনে ছাদে গেলাম।

সেখানে শিশুদের একটা জটলা। জটলার মাঝখানে সুখীসুখী চেহারার একজন লোক। গোল গোল মুখ। সুন্দর করে চুল আচড়ানো। পরনে লুঙ্গী, সাদা। পাঞ্জাবী।

https://www.anuperona.com/ekta-cor-dhora-porlo/

একটা চোর ধরা পড়ল - হুমায়ূন আহমেদ
Favicon 
www.anuperona.com

একটা চোর ধরা পড়ল - হুমায়ূন আহমেদ

দুপুর বেলা আমাদের ছাদে একটা চোর ধরা পড়ল। আমি খবরের কাগজ নিয়ে রোদে বসেছিলাম। ছুটির দিনে আরাম করে কাগজ পড়ব–হৈ চৈ শুনে ছাদে গেলাম। সেখানে শিশুদের একটা জটলা।