একদিন জুনায়েদ বাগদাদী (রহঃ) রাতের অন্ধকারে ঘরের এক কোণায় বসে ইবাদত করছিলেন। এমন সময় তিনি খেয়াল করলেন সিঁধ কাটার শব্দ। সিঁধ কেটে ঘরে চোর ঢুকেছে। অন্ধকারে ঘরের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। কিন্তু জুনায়েদ বাগদাদী ঠিকই চোরের কাজকর্ম দেখতে পাচ্ছিলেন। চোর হাতড়িয়ে হাতড়িয়ে সারা ঘর তন্নতন্ন করেও তেমন কিছুই পেল না নেয়ার মতো। তাই নিরাশ হয়ে খালি হাতে ফেরত যাচ্ছিল।
হযরত জুনায়েদ সব দেখছিলেন কোণায় বসে। তার মায়া হলো যে, শীতের রাতে এভাবে লোকটি কষ্ট করে ঘরে ঢুকল কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছে। চোর যখন সিঁধের কাছাকাছি তখন জুনায়েদ বললেন, এই দাঁড়াও। লোকটি চমকে ওঠে পেছনে তাকাল। চোর তাড়াহুড়ো করে পালাতে পারবে না ভেবে দাঁড়িয়ে রইল।
Read more https://www.anuperona.com/zuna....id-bagdadi-islamic-s
お気に入り
コメント
シェア