নরওয়ের বিস্ময়কর এক ভাসমান টানেল!
এটা একেবারেই নতুন প্রযুক্তি এই রকম আগে কখনও কোথাও এই বিশ্বে হয়নি! অদ্ভুত ঐ সাবমার্জড টানেল হবে প্রায় ৩০ মি.পানির নিচে,দুইটি বিশালাকার টিউবের ভেতর দিয়ে চলবে গাড়ি। অনন্য প্রযুক্তি! ভাবতেই অবাক লাগে কেমন যেন দ্রুত প্লাটাচ্ছে ধরিত্রী!

শুনতে যেন সাই-ফাই সিনেমার দৃশ্য,কিন্তু এটা বাস্তব! নরওয়ে 🇳🇴 তৈরি করছে বিশ্বের প্রথম "Underwater Floating Tunnel" বা Submerged Floating Bridge and Tunnel—যেখানে গাড়ি চলবে বিশাল ফিওর্ডের নিচ দিয়ে,পানির ভেতর ভেসে থাকা টানেলে!

এই টানেলটি সমুদ্রতলের নিচে থাকবে,কিন্তু মাটির ওপর বসানো হবে না। বরং ভাসমান,সাবমার্জড স্ট্রাকচারের মাধ্যমে পানির নিচে সাসপেন্ড থাকবে—
যা আবার অ্যাঙ্কর করা থাকবে সমুদ্রের তলদেশে।

এই প্রযুক্তির পেছনে রয়েছে নরওয়ের ২৫ বিলিয়ন ডলারের এক মেগা প্রজেক্ট—যার লক্ষ্য হল দেশটির পশ্চিম উপকূলের দুর্গম অংশে ১১০০ কিমি দীর্ঘ E39 হাইওয়ে দ্রুতগামী ও ফেরিমুক্ত করা। এই ভাসমান টানেল যদি সফল হয়,তাহলে ভবিষ্যতের🌊🚗 জাহাজ-পারাপারের ধরণই পাল্টে যেতে পারে!

image