এটাই হচ্ছে বিশ্বের সবচেয়ে সংকীর্ণ শহর। এর নাম ইয়ানজিন।
এটি চীনের ইউনান প্রদেশ নু নদীর দুই তীর ধরে অবস্থিত। দুইপাশে পাহাড়ে ঘেরা এই শহরটি দৈর্ঘ্যে প্রায় ৩০০ মিটার ইন্তু প্রস্থে মাত্র ৩০ মিটার। কিছু কিছু অংশে তো মাত্র ১০ মিটার।
এই শহরে প্রায় ২০ হাজার মানুষ বাস করে। বন্যার সময় এখানে রাস্তায় পানি উঠে আসে এবং সেই সময় নৌকাই হয় তাদের একমাত্র বাহন।
Like
Comment
Share