আশ্চর্য হলেও সত্যি যে দু-শো বছর পার করেও তার বুকের পাঁজরে গেঁথে রয়েছে তার মৃত্যুর কারণ...

২০১২ সালের ঘটনা। ১৮১৫ সালের ওয়াটারলু যুদ্ধের স্মৃতি হিসেবে তৈরি ওয়াটারলু মেমোরিয়াল'এর কাছে একটি নতুন গাড়ি পার্কের জায়গা নির্মাণ চলছিল। সেখানেই খুঁজে পাওয়া গেল যুদ্ধ সামগ্রীর কিছু নমুনা। শুরু হল প্রত্নতাত্ত্বিক খননের কাজ। আবিষ্কৃত হয়েছিল প্রায় গোটা একটি মানব কঙ্কাল। কোনো আর্কিওলজিক্যাল সাইটে মাটির নিচে থেকে গোটা মানব কংঙ্কাল খুঁজে পাওয়া বেশ বিরল। তার নাম দেওয়া হল "ওয়াটারলু সোলজার"।

পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল এটি ১৮১৫ সালে ওয়াটারলু যুদ্ধে নিহত ২৩ বছর বয়সী এক সৈনিকের কঙ্কাল। আর প্রত্নতাত্ত্বিকদের যা আশ্চর্য করে দিল তা হল, যে বুলেটটি তাকে হত্যা করেছিল সেটি এখনও তার বুকে দৃশ্যমান।

মিউজিয়ামে "WAT 12 LION F" নামে পরিচিত সৈনিকটি ১৮১৫ সালের ১৮ জুনের যুদ্ধে প্রাণ হারিয়েছিল বলে বিশেষজ্ঞদের অনুমান।

image