পরিবেশবান্ধব ইউরেনিয়াম উৎপাদন শুরু করল চীন

জুলাই ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সবচেয়ে বড় প্রাকৃতিক ইউরেনিয়াম প্রকল্প থেকে প্রথম বারের মতো ইউরেনিয়াম উৎপাদন শুরু হয়েছে। এটি চীনে পরিবেশবান্ধব ও আধুনিক উপায়ে ইউরেনিয়াম তোলার ক্ষেত্রে নতুন একটি অর্জন। শনিবার দেশটির জাতীয় পরমাণু কর্পোরেশন (সিএনএনসি) এসব তথ্য জানিয়েছে।

উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার অর্ডোস শহরে অবস্থিত "জাতীয় নম্বর ১ ইউরেনিয়াম" প্রকল্পটি দেশটির সবচেয়ে বড় প্রাকৃতিক ইউরেনিয়াম উৎপাদন কেন্দ্র। এটি সর্বোচ্চ মান বজায় রেখে তৈরি করা হয়েছে এবং মাত্র এক বছরের মধ্যেই এর নির্মাণ কাজ শেষ হয়েছে, যা একটি নতুন রেকর্ড।

সিএনএনসি-এর একটি সহযোগী প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল ইউরেনিয়াম কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ইউয়ান সু বলেন, এই প্রকল্পে আধুনিক ইউরেনিয়াম খনির মূল উপাদানগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে পরিবেশ সুরক্ষা, রিমোট কন্ট্রোল অপারেশন, বুদ্ধিমান বিশ্লেষণ এবং উন্নত গুণমান ও দক্ষতার উপর বিশেষ জোর।

চীনের এনার্জি রিসার্চ সোসাইটির দেওয়া তথ্য অনুযায়ী, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে চীন বিশ্বের মধ্যে প্রথম। তাদের চালু, নির্মাণাধীন এবং অনুমোদন পাওয়া সব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মিলিয়ে এই অবস্থানে পৌঁছেছে। এই নতুন ইউরেনিয়াম প্রকল্পটি চীনের পারমাণবিক বিদ্যুৎ খাতকে আরও শক্তিশালী করবে।

image