“মাথার পেছনে রহস্যময় মুখ: এডওয়ার্ড মরড্রেকের ভয়ংকর গল্প”
আপনি কি কখনও এডওয়ার্ড মরড্রেকের নাম শুনেছেন?
ইতিহাসে তাকে ঘিরে এক অদ্ভুত ও ভয়ঙ্কর গল্প প্রচলিত আছে। বলা হয়, তিনি জন্মেছিলেন মাথার পেছনে আরেকটি মুখ নিয়ে।
এই অতিরিক্ত মুখটি স্বাভাবিকভাবে কথা বলতে পারত না, কিন্তু নড়াচড়া করত, হাসত আর কাঁদত।এডওয়ার্ড দাবি করতেন, রাতে এই মুখ তাকে অদ্ভুত ভয়ংকর ফিসফিস করে যন্ত্রণা দিত।তিনি ডাক্তারদের কাছে বহুবার অনুরোধ করেছিলেন এটি সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই সময়কার চিকিৎসা প্রযুক্তি এতটা উন্নত ছিল না।
এই অস্বাভাবিক অবস্থার কারণে এডওয়ার্ড প্রচণ্ড মানসিক কষ্টে ভুগতেন। অবশেষে মাত্র ২৩ বছর বয়সে তিনি নিজের জীবন শেষ করে দেন।এডওয়ার্ড মরড্রেকের গল্প আজও এক রহস্যময় কিংবদন্তি হিসেবে মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। এটি আমাদের মনে করিয়ে দেয়—শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক যন্ত্রণা কতটা ভয়ংকর হতে পারে।