আব্বু আমাকে বাঁ*চা*ও!
আমাকে মে*রে ফেলে দিল😭!!!
মাত্র ১৫ মিনিট আগে বাবার কাছে মেয়ের এমন ফোন!
হন্তদন্ত হয়ে বাবা ছুটে চলে মেয়ের বাড়ির দিকে।
খবর পেয়ে মেয়েটার নিকটাত্মীয়,প্রতিবেশীও দুই তিনটি সিএনজি নিয়ে তারাও দ্রুত রওয়ানা দিল মেয়েটির বাড়ির দিকে।
পথে আতংকিত,উৎকন্ঠিত বাবা এবং আত্মীয়রা বারংবার মেয়েটির ফোনে কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ফোনে আর কোন রিং হয় না।
হতভাগ্য বাবার যেন পথ ফুরায় না😭!
মাত্র ১৫ মিনিট যেতে পারে না, পথেই মেয়ের বাবার কাছে আর একটি নম্বর থেকে ফোন আসে-আরে মিঞা,তাড়াতাড়ি আসেন।আপনার মেয়ে তো মা*রা গেছে 😭!!!
ইয়া আল্লাহ!
মেয়েটির বাবার যেন পৃথিবী থেমে যায়!
মেয়ের বাঁচার আকুল আহবানে যে মেয়েকে সাহায্য করতে বাবা পাগলের মত ছুটলেন,সেই মেয়ের বাড়িতে এসে দেখে তার কলিজার ধন জানালায় রশিতে ঝুলছে!
বাবার হাউমাউ করে গগনবিদারী চিৎকারে যেন আকাশ পাতাল ভারী হয়ে যায় 😭!
পাষণ্ড জামাই হয়ত ভেবেছিল এটাকে আত্মহত্যা বলে সে পার পেয়ে যাবে।কিন্তু আল্লাহর দয়ায় সত্যি প্রকাশ পেয়ে যায়!
মেয়েটি যদি নিজেই মরতে চাইবে,তাহলে অমন আকুল হয়ে কেন ১৫ মিনিট আগেই বাঁচার জন্য বাবার কাছে ফোন দিবে?অমানুষটা পালাতে পারে নি।বিল্ডিং এর লোকেরা তাকে সন্দেহ বশত আগেই আটকিয়ে ফেলে।
জানা যায়,মাত্র ২ মাস আগে তারা ভালোবেসে বিয়ে করেছিল।কিন্তু বিয়ের কিছুদিন পরেই লোভী জামাই শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য মেয়েটাকে নির্যাতন করত! আর এই কলহ তাদের লেগেই থাকত।
সামান্য লোভের কারণে,যৌতুকের কারণে একটা বাবার আদরের সন্তানকে পিটিয়ে মে*রে ফেলতে পারে!
এইসব ফকিন্নি ছেলেগুলিকে, যারা বিয়ের পর শ্বশুরের আস্ত কলিজাটাকে সারাজীবনের জন্য পাওয়ার পরও শ্বশুর বাড়ির টাকা পয়সার উপর নজর রাখে।তাদের চাহিদা থাকে,এই ছোটলোক ফকিরগুলোকে সরাসরি গলা ধাক্কা দিয়ে একটা ভিক্ষার প্লেট হাতে দিয়ে রাস্তায় বসিয়ে দেওয়া উচিত!
শুধু শ্বশুরের কাছ থেকে ভিক্ষা না নিয়ে এরা রাস্তায় সবার কাছ থেকে ভিক্ষা নিবে! এটাই তাদের শাস্তি!
এইসব কুলাঙ্গারদের জন্য আর কত মেয়ে শারীরিক,মানসিক নির্যাতন সহ্য করবে?আর কত নিরীহ মেয়ে জীবন দিবে?আর কতশত বাবা তার মেয়ে হারানোর যন্ত্রণায় জীবন্মৃত হয়ে বেঁচে থাকবে?
এদের জন্য আইনের কঠোর প্রয়োগ কবে হবে?
এর কি কোন সুরাহা নেই???