শিক্ষক: ইংরেজি ‘ওয়াইফ’ শব্দটি কীভাবে এলো?

ছাত্র: এটি আসলে অন্য দুটি শব্দের সংকোচন, স্যার!

শিক্ষক: মানে? বুঝিয়ে বল!

ছাত্র: স্যার, ইংরেজরা খুব কায়দাবাজ জাত। তারা দুটি শব্দ থেকে এই শব্দটিকে বানিয়েছে।

শিক্ষক: কীভাবে সেটা বল।

ছাত্র: স্যার, ‘ওয়াইল্ড লাইফ’ শব্দ দুটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইফ।

শিক্ষক: পিটিয়ে তোকে লাল করে ফেলব বেয়াদব! তবে তা করছি না কারণ, মনে হচ্ছে তোর কথা সত্যও হতে পারে।