শেষ চিঠি নিয়ে আমার অনেক কিছু লেখার আছে এখনো....কি লিখবো কখন লিখবো কিছুই বুঝে উঠতে পারিনা...কিন্তু তাই বলে মুক্তি পাওয়ার ৫০ দিন এর মাথায় এত বড় স্বীকৃতি পাবো আসলেই ভাবিনি😊....
শুধু আমিই না আমার সহকর্মী ইয়াশ রোহান ও নমিনেশন পেয়েছে শেষ চিঠির জন্য👏....আমার কাছে এইটাই অনেক বড় প্রাপ্তি❤️....আর Sumon Dhar সব কিছু তোমার জন্যই সম্ভব হলো অনেক অনেক ভালোবাসা তোমার জন্য🖤
⚠️ অনলাইন ভোট দেওয়ার নিয়ম:
▪️মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২(জানুয়ারি-জুন)-এ ভোট দিতে এই সাইটে সাইন আপ করতে হবে। আপনার নাম, ই-মেইল, ফোন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করার পর আপনার ই-মেইলে একটি লিংক যাবে । লিংকে ক্লিক করে ই-মেইল ভেরিফাই করতে হবে। পরবর্তী পর্বে ভোট দিতে শুধু সাইন ইন করে ভোট দিতে পারবেন।
▪️একজন অনলাইন পাঠক প্রতি পর্বে একটি একাউন্ট থেকে একটি করে ভোট দিতে পারবেন।
▪️২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কোন তারকার কোন কাজটি ভালো লেগেছে তাতে টিক(✓) চিহ্ন দিন।
▪️প্রতিটি ক্যাটাগরি থেকে একজন করে নির্বাচন করে ভোট দিন।
▪️ভোট দেয়ার শেষ সময় ৩১ জুলাই ২০২২।

sumaya maysha
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?
Epshita Amin Lamyea
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?
Ainun Tajrian
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?