মহরমের ১০ তারিখকে আশুরা বলা হয়। এই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে এবং এই দিনে পৃথিবী ধ্বংসও হবে। মুসা (আ এই দিনে ফেরাউনের কবল থেকে রক্ষা পান এবং ফেরাউন নীল নদে ডুবে মরে তার বিশাল বাহিনী সহ। ইমাম হোসেন ( রা এজিদ বাহিনীর হাতে পরিবার সহ ফোরাত নদীর তীরে নির্মমভাবে নিহত হন। এরকম বহু ঘটনা এই দিনে সংঘটিত হয়েছিল। তাই এই দিনটি মুসলমানদের কাছে স্মরনীয়। এই দিনে তাই মুসলিমরা রোজা রেখে থাকে, যা অত্যন্ত ফজিলতপূর্ণ। তাই আসুন আমরা সবাই এই দিনে রোজা রাখি।