মামা ভ‌বিষ‌্যৎ প্রজন্মের অবস্থা খুবই খারাপ।



সাম‌নে আমাদের খুব বিপদ। মামা সারা‌দি‌নে প্রচুর ছাত্রছাত্রী আমার রিকশায় উ‌ঠে। রিকশায় ব‌সে তারা এত এত খারাপ ভাষায় এবং অশ্লীল বিষয় নি‌য়ে মোবাই‌লে কথা ব‌লে যে, শুন‌তে আমারই লজ্জা লা‌গে। তারা একবারও ভা‌বে না যে, তাদের কথাগু‌লো আমার কান পর্যন্ত আস‌ছে। রিকশা চালা‌লেও তো আ‌মি তা‌দের বাবার বয়সী। কেউ কেউ তুই ক‌রে কথা ব‌লে। দাম না ক‌রে রিকশায় উ‌ঠে ব‌লে:–টানো। গন্ত‌ব্যে যাওয়ার পর স‌ঠিক ভাড়া চাই‌লেও অ‌নেক কম টাকা দি‌য়ে চ‌লে যায়। নি‌তে না চাই‌লে দৌ‌ড়ে মার‌তে আসে। মাঝে মা‌ঝে ছোট ছোট ছে‌লে মে‌য়েরা থাপ্পড় মা‌রে! ” বল‌তেই কান্না ক‌রে দি‌লেন দিনাজপু‌রের বিরামপুর থে‌কে রিকশা চালা‌তে আ‌সা মন্তাজ আলী। জানা‌লেন, তা‌দের এমন কাণ্ড দে‌খে এখন নি‌জের সন্তানকে নি‌য়ে ভয় পা‌চ্ছেন তি‌নি। গতকাল মন্তাজ আলীর রিকশায় চ‌ড়ে মোহাম্মদপুর জে‌নেভা ক‌্যা‌ম্পে যাওয়ার সময় তার স‌ঙ্গে আলাপকা‌লে তি‌নি এসব ক‌ষ্টের কথা ব‌লেন