মানুষের জীবনের দুঃখ কষ্ট গুলো কিছুটা বৃষ্টি পতিত হওয়ার মত । দিনে দিনে সূর্যতাপের কারণে বাষ্পীয় ভবন হয়ে তা (পানির) আকাশের একটা জায়গায় জড়ো হয়। যখন তার পরিমান অত্যধিক হয় , যখন তা আর ধরে রাখতে পারে না তখন তা জমিনে বৃষ্টির ন্যায় ঝরে পড়ে। মানুষের ক্ষেত্রে ও তাই ঘটে একের পর এক দুঃখ কষ্ট, রাগ অভিমান গুলো জমে থাকে মনে। যখন সে অভিমান গুলো আর ধরে রাখতে পারে না তখন তা অশ্রু হয়ে চোখের কোটরে ঝরতে থাকে। পার্থক্য শুধু এইটুকু যে বৃষ্টি ঝরে ফুল ফসলের উৎপাদন ভালো হয়। আর অশ্রু‌ ঝরলে হয়তো আপনের দুঃখের কিছুটা লাঘব হয়। কিন্তু কোনো টাই বেশি ভালো নয়। অতি বৃষ্টির কারণে ফসলের ব্যপক ক্ষয়ক্ষতি হয় আর অতি অশ্রু ঝরালে চোখের জ্যোতি হারিয়ে চিরতরে অন্ধ হতে হয়।
©raselhossen909

image