আহারে সাগর! কি তার শক্তি, কি তার গর্জন আর আকর্ষন। তার কত গভীরতা কত পানি তা কেউ জানেনা। তারপরও প্রতিনিয়ত ডুবুরি যাচ্ছে, কতক মরে ভেসে উঠছে। কেননা সাগর চাই ডুবুরি নামুক আর তলদেশ থেকে মনি মুক্তার ভান্ডার নিয়ে আসুক। সে অতলে আর কতজন যায়, বেশীইত তর্জন গর্জন আর ফেনার বানেই ফিরে আসে। ফলেই আজ আর রত্নগর্ভও যেমন হয় না তেমনই বাস্তব জ্ঞান বিবেক বোধ সম্পন্ন মানুষও হয় না। স্বামী স্ত্রীর বেশীর ভাগই একে অপরের কাছে আত্ম সমর্পন করে মনোনীত না, কেউ আর কাউকে চায় না। সব যেয়ে পড়ে থাকে অন্য মানুষের দেখানো বিজাতীয় কাল্পনিক অবাস্তব কুসংস্কার ও অন্ধবিশ্বাসের পথে জড়বস্তুর বন্দেগীতে।। তাইত মানুষ অর্থাৎ নারী পুরুষ আজ দুর্নীতি অমানবিক জুলুম অশান্তির অতল গহব্বরের বাসিন্দা, কি ঘরে কি বাইরে।।।

image