দাম্পত্য জীবনে যদি একে অপরের দেহমিলন আসক্তির মত না হয়ে উঠে তবে সেখানে শান্তি প্রতিষ্ঠা করা সহজ নয়। আর যে সংযোগ ও দানে সুখ বা শান্তি লাভ হয় না, তাতে আসক্তিও হয় না। তাইত এত শত পারিবারিক সামাজিক অপরাধ অর্থাৎ ডিভোর্স, পরকিয়া, খুন ধর্ষন, বলাতকার ইত্যাদি ইত্যাদি।। ইস আমার যদি প্রচুর ধন সম্পদ থাকত আর আমি সারাদিন রাত স্ত্রী সংগ করতে পারতাম তবে কতই না উত্তম শান্তির জীবন হত। আফসোস! যাইহোক এখানে মানব জাতির অর্থাৎ নারী পুরুষের বাস্তব জীবনেই শান্তি প্রতিষ্ঠার ধর্ম, মত ও পথ প্রদর্শন করা হয়। তাই এখানে বিজাতীয় ভাষা সংস্কৃতির অন্ধবিশ্বাস কুসংস্কারের কাল্পনিক অবাস্তব বই পুস্তকের বা কিচ্ছা কাহিনীর পোস্ট না দিলেই ভাল হয়। ধন্যবাদ।।।।
Aimer
Commentaire
Partagez