বিয়ে করলেন ‘চাক দে ইন্ডিয়া’র সেই কমল, ভক্তরা ফিরে গেলেন ১৬ বছর আগে
***********************************************************************
নব্বইয়ের দশকে রোমান্টিক নায়ক হিসেবে শাহরুখ খানের ইমেজ হিন্দি সিনেমার দর্শকের কাছে পাকাপোক্ত হয়ে যায়। ২০০০ সালের পর থেকে নানা ধরনের চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ নিতে শুরু করেন অভিনেতা। ২০০৪ সালে ‘স্বদেশ’, এর পর ২০০৭–এ করেন ‘চাক দে ইন্ডিয়া’। ছবিতে হকি কোচ কবীর খানকে এখনো মনে রেখেছেন ভক্তরা। শুধু কী কবীর খান, ছবির বিদ্যা শর্মা, প্রীতি সাবারওয়াল, কমল ছাউলতা চরিত্রগুলো হয়ে ওঠে দর্শকের ‘কাছের মানুষ’। তাঁদেরই একজন কমল ছাউলতা চরিত্রের অভিনয়শিল্পী ছিত্তর্ষি রাওয়াত বিয়ে করলেন। তাঁর বিয়েতে হাজির ছিলেন ‘চাক দে ইন্ডিয়া’র সহকর্মীরাও।

ছিত্তর্ষি রাওয়াত ভারতের উত্তরাখন্ডের মেয়ে। ছিলেন পেশাদার হকি খেলোয়াড়, নিজের রাজ্যের জাতীয় পর্যায়ের হকি প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন। খেলার সঙ্গে উপস্থাপনা করতেন। হকি নিয়ে সিনেমা হচ্ছে, পেশাদার হকি খেলোয়াড় সঙ্গে বিনোদন দুনিয়ায় কাজ করেন; ছিত্তর্ষির তাই সুযোগ পেতে সময় লাগেনি। এরপর তো ইতিহাস ‘চাক দে ইন্ডিয়া’ দিয়েই রাতারাতি পরিচিতি পান।

সেই ছিত্তর্ষি রাওয়াত এবার বিয়ে করলেন দীর্ঘদিনের প্রেমিক ধ্রুবদিত্য ভাগ্যনানিকে। গত শনিবার ছত্তিশগড়ের বিলাসপুর গাঁটছড়া বাঁধেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে নতুন জীবন শুরুর কথা জানান ছিত্তর্ষি।

বিয়েতে সোনালি-লাল লেহেঙ্গা পরেছিলেন ছিত্তর্ষি, পরনে ছিল ঐহিত্যবাহী অলংকার। ধ্রুবদিত্যের পরনে ছিল শেরওয়ানি। বিয়ের আগে বম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ছিত্তর্ষি বলেছিলেন, ধুমধাম করে বিয়ে করার পরিকল্পনা ছিল না তাঁদের। চেয়েছিলেন নিজের শহর দেরাদুনে গিয়ে কোর্ট ম্যারেজ সেরে নিতে। ‘বিয়েতে খরচ করার ইচ্ছা ছিল না, দুজনেই ভেবেছিলাম পয়সা বাঁচিয়ে পরে ঘুরতে বের হব। কিন্তু দুজনের পরিবার ভোট দিল, তারই ফল এই আয়োজন,’ বলেন ছিত্তর্ষি।=

‘চাক দে ইন্ডিয়া’ টিমের একজনের বিয়ে, তাঁদের দলের আর কেউ হাজির থাকবেন তা–ই কি হয়! ছিত্তর্ষির বিয়েতে ছিলেন ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করা শিল্পা শুক্লা, বিদ্যা মালভেড়, তানিয়া আবরোল, শুভি মেহতা ও সীমা আজমি। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চাক দে ইন্ডিয়া’ টিমের পুনর্মিলনীর ছবি ভাইরাল হতে সময় লাগেনি।

‘চাক দে ইন্ডিয়া’র পর বড় কোনো হিট উপহার দিতে না পারলেও এখনো অভিনয় চালিয়ে যাচ্ছেন ছিত্তর্ষি। তাঁকে দেখা গেছে ‘ফ্যাশন’, ‘লাক’, ‘ইয়ে দুরিয়া’ ইত্যাদি সিনেমায়।

Source: প্রথম আলো

image