রাখির অভিযোগের ভিত্তিতে আটক স্বামী
***********************************************************************
সোমবার রাতেই স্বামী আদিল খান দুরানির বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগে মামলা করেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ৪০৬ ও ৪২০ ধারায় করা মামলার ভিত্তিতে আজ সকালে আদিল খান দুরানিকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে গেছে মুম্বাইয়ের ওশিওয়ারা পুলিশ। ভারতীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রাখি সাওয়ান্ত নিজেই। আটকের সময় আদিল রাখির বাড়িতেই ছিলেন।
রাখি অভিযোগ করেন, আদিল তাঁর জীবন নষ্ট করে দিয়েছেন। তাঁকে মারধর করেছেন এবং প্রতারণা করে তাঁর টাকা লুট করে নিয়ে গেছেন। এ ছাড়া কয়েক দিন ধরেই আদিলের বিরুদ্ধে গণমাধ্যমে বিভিন্ন অভিযোগ করে আসছিলেন রাখি। তিনি জানান, আদিল পরকীয়ায় লিপ্ত। নিষেধ করা সত্ত্বেও আদিল পরকীয়ার সম্পর্ক থেকে বেরিয়ে আসেননি।

ক্যানসারে আক্রান্ত হয়ে গত ২৮ জানুয়ারি মারা গেছেন রাখির মা জয়া সাওয়ান্ত। মায়ের মৃত্যুর জন্যও আদিলকে দায়ী করছেন রাখি। গতকাল এ অভিনেত্রী বলেন, মায়ের চিকিৎসার জন্য ১০ লাখ রুপি দিয়েছিলেন আদিলকে। কিন্তু আদিল হাসপাতালে সময়মতো টাকা না দেওয়ায় সময়মতো অস্ত্রোপচার করানো হয়নি। তাই তাঁর মায়ের মৃত্যু হয়েছে।


রাখি সাওয়ান্ত এবং আদিল খানের বিয়ে হয় গত বছর। এই বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল লুকোচুরি। আদিল চেয়েছিলেন, এই বিয়ের কথা যেন থাকে লোকচক্ষুর আড়ালে। বিয়ের কথা প্রকাশ্যে এলে তালাকের হুমকিও দিয়েছিলেন রাখিকে। তাই তো রাখি বিয়ের ছবি প্রকাশের পরও বিয়ের কথা অস্বীকার করেছিলেন আদিল। কিন্তু পরে বিয়ের কথা স্বীকার করে নেন আদিল এবং একসঙ্গে থাকছিলেন তাঁরা।

আদিলের পরকীয়া নিয়ে রাখি-আদিলের মধ্যে আবার বিবাদ শুরু হয়। এই বিবাদ শেষ পর্যন্ত গড়ায় থানা পর্যন্ত। রাখি প্রতারণার অভিযোগ আনেন আদিলের বিরুদ্ধে। এরই ভিত্তিতে পুলিশ আদিলকে আটক করে। রাখি গণমাধ্যমকে প্রথমে পুলিশ আদিলকে গ্রেপ্তার করেছে বললেও পরে পুলিশের বরাতে তিনি জানিয়েছেন, আদিলকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

Source:. প্রথম আলো

image