দেখে আমি রীতিনীতি,
ধর্ম ভুলে প্রেমে পড়ে।
তোমার সংসারে খেয়ে পড়ে,
যাযাবরের মত ঘুরে ফিরি।
যে বলে গন্তব্য শেষ
অভাগা যে তারেই বলে।
#সৃষ্টি
পৃথিবী গোল, শেষ বলে শব্দ নেই।
#premdevota
দৃষ্টি যতদূর যায়
ততদূর বহুদূর।
#travelqoute