অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা
***********************************************************************
ফ্লোরে বসে আছেন ভারতের জনপ্রিয় তামিল অভিনেতা বিশাল রেড্ডি। নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই ফ্লোরের দরজা ভেঙে ঢুকে পড়ল একটি ট্রাক। শেষ মুহূর্তে সরে গিয়ে নিজের প্রাণ বাঁচালেন বিশাল রেড্ডি। না, এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং সিনেমার শুটিং সেটে ঘটে যাওয়া দুর্ঘটনার বর্ণনা। দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন অভিনেতা বিশাল রেড্ডি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুর্ঘটনার ভিডিও ঘুরছে। ভিডিওতে দেখা যায় শুটিং সেটে শট দিচ্ছেন বিশাল। চারদিকে শুটিং ইউনিটের শতাধিক লোক দাঁড়িয়ে। এমন সময় একটি ট্রাক ঢুকে পড়ে সেটে। সবাই এদিক-ওদিক সরে গেলেও বিশাল বসে আছেন সেটে। পেছন থেকে ট্রাক আসায় তিনি দেখতে পাননি। ট্রাকটি তাঁর কাছে চলে এলে একজন ব্যক্তি দ্রুত টেনে সরিয়ে নেন অভিনেতাকে।
এই ভিডিও টুইটারে শেয়ার করেন অভিনেতা নিজেই। জানান সেই সময়ের অনুভূতি। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কয়েক সেকেন্ড ও কয়েক ইঞ্চি দূর থেকে মৃত্যুকে দেখলাম। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ।’ এই দুর্ঘটনা ঘটেছে চেন্নাইয়ের একটি ফিল্ম সিটিতে। কিছুদিন আগেও ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমার শুটিং সেটে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়েছিল গাড়ি। এতে আহত হয়েছিলেন অভিনেত্রী পল্লবী যোশী।
বিশাল রেড্ডি এখন ‘মার্ক অ্যান্টোনি’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এই সিনেমার শুটিং সেটেই এই ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বিশাল। এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি, টুইট করে জানিয়েছে সিনেমাটির প্রযোজনা সংস্থা। অধিক রবিচন্দ্রন পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন এসজে সুরিয়া, সুনীল, ঋতু ভার্মা প্রমুখ। শিগগিরই সিনেমাটি মুক্তি পেতে প্রস্তুত।
Source: প্রথম আলো