তোমাদের প্রতিপালক আল্লাহ্ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেন, অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনি সকল বিষয় পরিচালনা করেন। তাহার অনুমতি লাভ না করিয়া সুপারিশ করিবার কেহ নাই। ইনিই আল্লাহ্ তোমাদের প্রতিপালক, সুতরাং তাহার ইবাদত কর। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না? 
 
اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ يُدَبِّرُ الْاَمْرَؕ مَا مِنْ شَفِيْعٍ اِلَّا مِنْۢ بَعْدِ اِذْنِهٖ ؕ ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ فَاعْبُدُوْهُ  ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ 
 
সূরা নম্বরঃ ১০, আয়াত নম্বরঃ ৩
		
Me gusta
			
			 Comentario 		
	
					 Compartir				
						 
								 
									 
											 
														 
						
Saiful Islam
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?