/** * Plugin: Google Login Blacklist Check (MySQLi - Linkeei) * Description: Blocks Google login if email is blacklisted (from DB). * Author: Linkeei Dev */ add_hook('james_hook_before_register', function($data) { global $wo; $marker = $data['marker'] ?? ''; $user = $data['user_data'] ?? []; if ($marker !== 'login-with-google') { return; } $email = strtolower(trim($user['email'] ?? '')); if (empty($email)) { throw new Exception("Login blocked: Email is missing."); } $conn = $wo['sqlConnect']; // Use Linkeei's connection // Escape and prepare the query $email_escaped = mysqli_real_escape_string($conn, $email); $query = "SELECT COUNT(*) as count FROM blacklisted_emails WHERE LOWER(email) = LOWER('$email_escaped')"; $result = mysqli_query($conn, $query); if ($result) { $row = mysqli_fetch_assoc($result); if ((int)$row['count'] > 0) { throw new Exception("Login blocked: Your email is blacklisted."); } } else { throw new Exception("Login blocked: DB error."); } });
****alamuAli****, সময় হলে একটু পড়বেন সবাই।
- শুরুতেই বলি, একটা ছোট It Company শুরু করেছি, মূলত সফটওয়ার এবং ওয়েবসাইট নিয়ে কাজ হবে সেখানে।
- অনেকেই অনেক সপ্ন দেখে জীবনে, তো আমার মোটামুটি ছোট থেকেই ফোন এবং সোসিয়াল নেটওয়ার্কের সাথে অনেক সম্পর্ক। আমার বন্ধু , ভাই, আত্মীয়রাও অনেকেই জানেন, তো আমার মূলত একটা ইচ্ছা ছিলো যে 'জীবনে কাজ করতে তো হবে,কিন্তু সেটা নিজের পায়ে নিজের মতো করলেই ভালো হয়না'?
- তাই আমি যেইখানে বেশি বুঝি, যেইখানে আমি ছোট থেকে অভ্যস্ত, সেদিকেই এগুনোর প্ল্যান করি, প্রায় ২,৩ বছর ধরে ওয়েবসাইট বানানো একটু একটু করে শিখছি, এখনও শিখছি, ২০১৮ থেকে শুরু করে অনেক ইউটিউব চ্যানেল এ কাজ করেছি নিজের, হয়তো সফলতা আশেনি, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা আছে, এখন হয়তো সেই অভিজ্ঞতা থেকে চেষ্টা করলে ভালো কিছু করতে পারবো, কিন্তু এখন সেই সখের পাশাপাশি একটা সফটওয়ার কোম্পানি বানানোর লক্ষে, ইন্টারনেট কোম্পানি নিয়ে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছোট এই কোম্পানি টা শুরু করছি, সবাই দোয়া করবেন।
2+ website Platform নিয়ে যাত্রা শুরু করতেছি, প্রফেশনাল ভাবে।
আমাদের কোম্পানির নাম - Allidex
Brand Website: allidex.blogspot.com