Gulshan Society Jame Masjid | গুলশান সোসাইটি জামে মসজিদ
Location: Plot#2&24, Road#63, Gulshan-1212, Dhaka
ইতিহাসঃ
এই সুন্দর্যতম মসজিদ টির নাম হল গুলশান সোসাইটি জামে মসজিদ। যেটি ঢাকার গুলশান ২-এর ৬৩ নম্বর রোডে অবস্থিত। ২০১৭ সালে নির্মিত মসজিদটির নকশা করেছেন কাশেফ চৌধুরী।
গুলশান সোসাইটি জামে মসজিদে বেশ কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তি প্রার্থনা করেছেন। ২০১৮ সালেরে ফেব্রুয়ারিতে আল আকসা মসজিদের ইমাম তার সপ্তাহব্যাপী বাংলাদেশ ভ্রমণে এ মসজিদে বক্তব্য দেন।২০১৯ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের হাইকমিশনার যথাক্রমে জুলিয়া নিবলেট ও জুয়ানা ক্যাম্পকার মসজিদটিতে ভ্রমণ করেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে মসজিদটি ‘১১তম বিজলে ডিজাইন অব দ্য ইয়ার’ এর তালিকার জন্য মনোনীয়ত হয়েছিলো।
আরও দেখুনঃ https://kachermasjid.portablex........rayhomebd.com/mo
Gulshan Central Masjid | গুলশান কেন্দ্রীয় মসজিদ
Location: 3 রোড ৩৬, ঢাকা 1212
11, Gulshan Avenue, Gulshan Model Town,
Dhaka-1212, Bangladesh
visit Now: https://kachermasjid.portablex....rayhomebd.com/.../gu
ইসলামে ঝাড়ফুঁক-কে রুকাইয়াহ বলে। রুকইয়াহ অর্থ হলো ঝাড়ফুঁক, মন্ত্র ইত্যাদি। আর রুকইয়াহ শারইয়্যাহ মানে শরিয়াত সম্মত ঝাড়ফুঁক, কোরআনের আয়াত অথবা হাদিসে বর্ণিত দোয়া দ্বারা ঝাড়ফুঁক করা। তবে ‘রুকইয়া’ শব্দটি সচরাচর ঝাড়ফুঁক করা বুঝাতে ব্যবহার হয়। এই ঝাড়ফুঁক সরাসরি কারো ওপর হতে পারে, অথবা কোনো পানি বা খাদ্যের ওপর করে সেটা খাওয়া অথবা ব্যবহার করা হতে পারে। এক্ষেত্রে রুকইয়ার পানি, অথবা রুকইয়ার গোসল ইত্যাদি পরিভাষা ব্যবহার হয়। এর দ্বারা মুখদোষ দূর হয়।
আরও পড়ুনঃ https://kachermasjid.portablex....rayhomebd.com/%e0%a6