Nadeem CIP
Nadeem CIP

Nadeem CIP

@nadeemcip
3 yrs ·Youtube

বেগুন দিয়ে যদি বেগুনি হয়,
তাহলে মিষ্টি কুমড়ো দিয়ে বানালে তার নাম কি হবে?
জানতে চাও আমার নিষ্পাপ মন!

image

𝕣𝕖𝕝𝕒𝕩...

image

𝔒𝔫𝔢 𝔎𝔦𝔫𝔡 𝔬𝔣 𝔊𝔯𝔢𝔞𝔱 𝔐𝔬𝔪𝔢𝔫𝔱 𝔬𝔫 𝔱𝔥𝔦𝔰 𝔚𝔦𝔫𝔱𝔢𝔯 2𝔎22.
𝔑𝔞𝔱𝔲𝔯𝔢 𝔞𝔯𝔢 𝔱𝔬𝔬 𝔪𝔲𝔠𝔥 𝔠𝔬𝔬𝔩 𝔞𝔫𝔡 𝔟𝔢𝔞𝔲𝔱𝔦𝔣𝔲𝔩.

image
image
image

পুরুষের ৪ বিয়ের সুন্নাত, এইটা তো সবাই জানেন!
বাকিগুলা জানেন? না জানলে আসেন জেনে নেই..

১. বয়স্ক মহিলাকে বিবাহ করা সুন্নাত।
২. ডিভোর্সী নারীকে বিবাহ করা সুন্নাত।
৩. বিধবা নারীকে বিবাহ করা সুন্নাত।
৪. স্ত্রীর সাথে রান্না করার কাজে,
পরিস্কারের কাজে, ধোয়া-মোছার কাজে সহায়তা করা সুন্নাত।

৫. ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে
স্ত্রীকে মুখে খাবার তুলে খাওয়ানো সুন্নাত।

৬. স্ত্রীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করা সুন্নাত।
৭. স্ত্রীর ভুল ক্ষমা করা সুন্নাত।
৮. স্ত্রীর জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখা সুন্নাত।
৯. স্ত্রীর অনুভূতিগুলো জানার চেষ্টা করা এবং
তাকে যখন প্রয়োজন হয় স্বান্তনা দেওয়া সুন্নাত।

১০. স্ত্রীর সাথে খেলা করা, গল্প করা, ঘুরতে নিয়ে যাওয়া সুন্নাত।
১১. স্ত্রীর কোলে আবদ্ধ হওয়া এবং শিথিল করা সুন্নাত।
১২. স্ত্রীকে সুন্দর নাম নিয়ে ডাকা সুন্নাত।
১৩. পরিবারের ব্যক্তিগত সদস্য এবং
বন্ধুদের কাছে তার ব্যক্তিগত কথা প্রকাশ না করা সুন্নাত।

১৪. স্ত্রীর পিতা-মাতাকে ভালোবাসা এবং শ্রদ্ধা করা সুন্নাত।
১৫. স্ত্রীর এটো খাবার খাওয়া সুন্নাত।
১৬. স্ত্রীর অভিমান ভাঙ্গানো সুন্নাত।
১৭. স্ত্রীর কোলে শুয়ে কুর'আন তিলাওয়াত করা সুন্নাত।
১৮. স্ত্রীকে সালাম দেওয়া সুন্নাত।

অনেক পুরুষই আছেন,
যারা এগুলোর একটা সুন্নাতও পালন করতে রাজি হন না।
কিন্ত ৪ বিয়ের সুন্নাতটা পালন করতে তারা সদা প্রস্তুত।

বাকিগুলা জেনে তারপরে ৪টা বিয়া কইরেন..
আর সব স্ত্রীকে আলাদা বাসস্থান,
সমান অধিকার না দিলে কেয়ামতের ময়দানে
শুয়ে শুয়ে খোড়ায়ে যেতে হবে রবের সামনে, পারবেন তো?

স্ত্রীর অধিকারগুলা ভালভাবে আদায় করেন,
দুনিয়াটা জান্নাত হবে পরকালটাতেও
রবের সান্নিধ্য পাবেন। ইনশা আল্লাহ।

image