বাংলাদেশের এবং বিশ্বের বাংলাভাষার পাঠকের জন্য একটি নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে এগিয়ে চলার লক্ষ্য আমাদের। আমরা বিশ্বাস করি, আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে এখন এটা অনস্বীকার্য যে- ‘তথ্যই শক্তি’। এই বাস্তবতা বিবেচনায় রেখে আমরা সমাজের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি থেকে শুরু করে সবচেয়ে প্রfন্তিক অবস্থানের মানুষটির জন্য তথ্য, বিশেষত ‘সংবাদ’-এর অবাধ প্রবাহ নিশ্চিত করতে চাই। আমরা সংবাদ তৈরি করি না, সংবাদ প্রচার করি- এটাই নিউজবাংলা টোয়েন্টিফোর-এর মন্ত্র। পেশাদার সাংবাদিকতার একটি বিশ্বস্ত নাম নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম। আমরা প্রতিষ্ঠা করতে চাই- সাংবাদিকতা এমন একটি পেশা যা গণতন্ত্রকে মজবুত করে, সমাজকে শক্তিশালী করে। অভিযাত্রা বাংলাদেশ ও বিশ্বের বাংলাভাষী মানুষের জন্য বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার অভিযাত্রায় নিউজবাংলা টোয়েন্টিফোর। আমাদের প্রতিশ্রুতি মূলত - ১) পাঠক-দর্শকের আস্থার প্রতিফলন এবং তাদের মুখপত্র হিসেবে অবস্থান তৈরি করা। ২) সংবাদ এবং তথ্য প্রচারে ভ্রান্তি ও অসততা পরিহার করা। ৩) তরুণ জনগোষ্ঠীর মতপ্রকাশের মঞ্চ হিসেবে ভূমিকা পালন।
Skapa nytt erbjudande
Rapportera denna sida
Betygsätta NewsBangla24.com | নিউজবাংলা ২৪
Skapa jobb
Redigera erbjudande
Lägg till nivå
Ta bort din nivå
Är du säker på att du vill ta bort den här nivån?
Recensioner
För att sälja ditt innehåll och dina inlägg, börja med att skapa några paket. Intäktsgenerering