না, সে ব্যস্ত নয়।
না, তার ফোনটা বন্ধ হয়ে যায়নি।
না, সে তোমার টেক্সটের রিপ্লাই দিতে ভুলে যায়নি।
না, এমনও নয় যে, সে ফোনের কাছে ছিল না।
না, এ-ও নয়, তার ফোনে নেটওয়ার্ক নেই।
তুমি তবুও তার কাছ থেকে কোনও রিপ্লাই পাচ্ছ না। নো ফোনকল, নো মেসেজ। কেন পাচ্ছ না?
কারণ তার তোমাকে বলার কিছু নেই।
কারণ সে তোমাকে নিয়ে আর ভাবে না।
কারণ সে তোমাকে আর মিস করে না।
না না, তাকে ভুল বুঝো না! এমন কিন্তু নয় যে, টেক্সট পাঠাতে তার ভালো লাগে না! তোমাকে না পাঠালেও, সে পাঠায় তো কাউকে কাউকে! ভালো লাগে না, কী করে ভাবছ?
ওই যে তোমাকে বলেছিল, দাঁড়াও, আমি পাঁচ মিনিটের মধ্যে ফোন করছি!...এরপর আর ফোন করেনি। তাকে ভুল বুঝো না। সে তোমাকে ফোন করতে সত্যিই ভুলে যায়নি। ফোন তো সে করেছে কাউকে কাউকে! ভুলে গেছে, কী করে ভাবছ?
এত কনফিউজড হচ্ছ কেন? এতে এত কনফিউজড হবার কী আছে?
সে টেক্সটের রিপ্লাই দেয় না, ফোন করে না, এসবের কারণটা বুঝতে তো আর রকেট সায়েন্টিস্ট হতে হয় না, তাই না?
সে ইচ্ছে করেই রিপ্লাই দেয় না, ফোন করে না। তার ওসব করতে আর ইচ্ছে করে না। তোমার বেলায় তার ওসব ইচ্ছে মরে গেছে। ইচ্ছে তো মরে যেতেই পারে, তাই না? ইচ্ছেকে কি চিরজীবী হতেই হয়? সবার বেলায় কি আর ইচ্ছেরা অমরত্ব পায়?
©Shusanta Paul
Click: Tuhin Islam Tias
