এক চোর ইমাম নববি রাহিমাহুল্লাহর পাগড়ি ছিনতাই করে পালাচ্ছিলো। তাকে দেখে তিনিও তার পেছনে দৌড়াতে শুরু করলেন এবং বলতে লাগলেন, ‘আমি তোমাকে এটির মালিক বানিয়ে দিলাম। তুমি বলো, আমি গ্রহণ করলাম।’ কিন্তু চোর উনার কথা বুঝতে পারলো না। [আল-মিনহালুল উযব, পৃষ্ঠা: ১১১]
.
ইমাম নববি (রাহিমাহুল্লাহ) চাচ্ছিলেন তাঁর এই পাগড়ি দান করে দিয়ে চোরকে তার এই অপরাধ থেকে মুক্ত করতে। তাই চোরের পেছনে ছুটে হাদিয়া গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছিলেন।
.
ইমাম আহমাদ বিন হাম্বল (রাহিমাহুল্লাহ) বলেন, ‘তোমার কারণে আল্লাহ তোমার কোনো মুসলিম ভাইকে শাস্তি দেবেন, এতে তোমার কী লাভ?’ [যাহাবি, সিয়ারু আলামিন নুবালা: ১১/২৬২]
.
মূলত ক্ষমা এবং আপস-নিষ্পত্তির মাধ্যমে আল্লাহর কাছে যে প্রতিদান পাওয়া যায়, তা ক্ষমা না করে ব্যক্তির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের মাধ্যমে পাওয়া যায় না। তাই, অগ্রাধিকারের বিষয়টি মাথায় রাখবেন।
.
©তাসবিহ
#promotionofislam

This page has been loaded 43628 times.