#গল্প #ছোটগল্প #অন্য_আকাশ

মনটা ভাল নেই। এই যে আজ সন্ধ্যার ঠিক পরেই আকাশ একটার পর একটা মেঘের ভাঁজ পেশাদার এক স্ট্রিপ ড্যানসারের মতো একটু একটু করে খুলে নিজেকে শেষ পর্যন্ত শৈল্পিকভাবে নিরাবরণ করে রেখেছে শুধু নিজের সব নক্ষত্র-গ্রহ-উপগ্রহ নামক সোন্দর্যমণ্ডিত আভরণকে প্রদর্শন করে ধরাতলের প্রাণীকূলকে বিনি পয়সায় বিনোদন দেওয়ার জন্য; আর বাতাস নতুন প্রেমিক সেজে সুদূর কোনো বন থেকে ছড়িয়ে দিচ্ছে সুশীতল, মেদুর স্পর্শ; তবুও মন ভাল নেই।
https://bangla.musitrature.com..../%E0%A6%85%E0%A6%A8%

This page has been loaded 2115 times.