কল্যাণপুরে কাভার্ড ভ্যানে পড়ে ছিলেন রক্তাক্ত চালক
***********************************************************************
রাজধানীর কল্যাণপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান থেকে চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ওই চালককে উদ্ধার করে পুলিশ। তাঁর বুকের ডানপাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ওই চালকের নাম জাবেদ। তাঁর বাড়ি নোয়াখালী। তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, হাসপাতালে নেওয়ার আগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

ওই চালককে উদ্ধারের সময় ঘটনাস্থলে ছিলেন কল্যাণপুর শহীদ মিনার এলাকার নিরাপত্তারক্ষী মুজিবুর রহমান ও মো. কাশেম। তাঁরা প্রথম আলোকে বলেন, রাত ১২টার দিকে কর্মস্থলে যান তাঁরা। সে সময় মিরপুর রোডের গাবতলিমুখী লেনে যানজট ছিল। যানজটের মধ্য দিয়ে অন্য গাড়িগুলো এগিয়ে গেলেও খালেক পাম্পের সামনে ওই কাভার্ড ভ্যানটি দাঁড়িয়ে ছিল। এ সময় ভ্যানটিতে চালককে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো ট-১৩৩২২৫।

এদিকে চালক জাবেদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে জানান এসআই ইমরান হোসেন। তিনি বলেন, কীভাবে ঘটনাটি ঘটল তা বের করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

source : প্রথম আলো

image