এই মেঘলা দিনে একলা
ঘরে থাকে নাতো মন,
কাছে যাব কবে পাব
ওগো তোমার নিমন্ত্রণ।।।

যূথী বনে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া,
হায় হায় রে দিন যায় রে
ভরে আঁধারে ভুবন,
কাছে যাব কবে পাব
ওগো তোমার নিমন্ত্রণ।।।

image
This page has been loaded 33773 times.