 
			 
				  
				Trenutačno nedostupno.
এয়ারটেল কর্পোরেট সেলস্ এসোসিয়েট,মিরপুর।  
আমাদের কর্পোরেট সিম গুলো অন্য সব প্রিপ্রেইড সিম থেকে অনেক আলাদা। এর অনেক সুবিধা ও বিভিন্ন সার্ভিস আছে, সেগুলো নিছে পর্যায়ক্রমে দেওয়া হল:--- 
 
১>> 
#সি'ইউ'জি_কল_রেট:--  সিইউজি কল রেট হল,কোনো প্রতিষ্ঠানে যদি ১০ থেকে ৫০ টা সিম নেন তবে এই সিম গুলোর মধ্য নিজেরা নিজেরা সবছেয়ে কম রেটে  কথা বলতে পারবে আজীবন ১ পয়সা পালস্।  
 
২>> 
#ভাল্ক_সিম :-- ভাল্ক সিস্টেমের মাধ্যমে নাম্বার ক্রয় করতে পারবেন। 
যেমন আপনার প্রতিষ্ঠানের নামে ৫-১০০০+ নাম্বার নিতে পারবেন।  
এর জন্য লাগবে :-  
(I) প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স। 
(ii) প্রতিষ্ঠানের অথরাইজেশন লেটার। 
(iii) এন আই'ডি কার্ডের ফটোকপি। 
(iv) ১ কপি ছবি। 
 
৩>> 
#ভাল্ক_এসএমএস_সার্ভিস :--  ভাল্ক এসএমএস সিস্টেম হল, এক ক্লিকে আপনার প্রতিষ্ঠানের নামে প্রয়োজনীয় বিজ্ঞাপন সবার নাম্বারে পাঠিয়ে দেওয়ার সহজ উপায়।  
 
৪>> 
#ট্রাকিং_সার্ভিস :-- ট্রাকিং সার্ভিস হল, কোনো প্রতিষ্ঠানে ১০ জন সেলস্ ম্যান আছে,তাদের কাজ গুলো হচ্ছে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া বা অন্য কোনো কাজ।কিন্তু সেলস্ ম্যান কে কোথায় আছে আমরা অফিসের কেও জানি না। তাই প্রতিষ্ঠানের নামে যদি ট্রাকিং সার্ভিস চালু করা যায় তাহলে কোন সেলস্ ম্যান কোথায় আছে সব দেখা যাবে অফিসে বসে। 
 
* এছাড়াও গাড়ি ট্রাকিং, মোবাইল ট্রাকিং আরও অনেক সার্ভিস সুবিধা নিতে পারবেন আমাদের থেকে।  
 
আরও কোনো তথ্য বা সেবা নিতে কল করতে পারেন এই নাম্বারে -- 01886862727 
 
রবি এয়ারটেল এসএমই অফিস। 
অফিসঃ বাসা-৭৪, রোড-০৭, দক্ষিণ বিশিল, মিরপুর-১, ঢাকা-১২১৬ । (চাইনিজ এর পিছনে,বিল্ডিং এর ৫ তলায়) আগ্রহীরা যোগাযোগ করুন। 01886862727 
আরও সহজ হবে ভিডিও দেখলে। 
ভিডিওতে অফিসের লোকেশন দেওয়া আছে। 
https://youtu.be/lF2-Jr9-Pao