হঠাৎ একদিন ৯ সংখ্যাটি ৮ কে জোরে এক থাপ্পড় মারল ! 
তখন কাঁদতে কাঁদতে ৮ জিজ্ঞাসা করলো, আমাকে মারলে কেন ? 
৯ বলল, আমি বড় তাই আমার অধিকার আছে তোকে মারার। 
এ কথা শুনে ৮, ৭ কে জোরে এক থাপ্পড় বসিয়ে দিল। 
৭ যখন ওকে মারার কারণ জানতে চাইলে ৮ ও বলল, আমি বড় তাই মেরেছি! 
একই অজুহাতে, এরপর ৭, ৬-কে; 
৬, ৫-কে; 
৫, ৪-কে; 
৪, ৩-কে; 
৩, ২-কে; আর ২, ১-কে মারলো! 
হিসাব মতে এবার ১ - শূন্য(০)কে মারা উচিত... 
কিন্তু "১" সেটা না করে ,শূন্যকে কাছে নিয়ে বললো, তুই আমার ছোটভাই, সবসময়ে আমার পাশে থাকবি। আমি চাই তোকে যেন কেউ আঘাত করতে না পারে। 
সেই থেকে ১ আর শূণ্য (০) মিলে ১০ (দশ) হয়ে 
গেলো। এখন সব সংখ্যাই তাকে সন্মান করা শুরু করলো। 
ছোট ছোট কারণে বা অকারণে নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ না করে, ব্যক্তিগত অহংকার দূরে ঠেলে আমরা যদি একে অন্যের হাতটা ধরতে পারি তাহলে আমাদের শক্তি বহু গুণ বেড়ে যায়।
		
 
						 
											 
			 
			 
			 
			 
			