তিন বাটপার বন্ধুর বহুদিন পর দেখা। তারা এক রেস্টুরেন্টে খেতে গেলো। একজন ওয়াশ রুমে গেলো। বাকি দু’জন আলাপ করছে। গল্পের এক পর্যায়ে—

মফিজ: তারপর দোস্ত, তোর বাচ্চা-কাচ্চা কয়টা?

আবুল: আমার একটাই ছেলে। আমার মতোই বুদ্ধিমান। ভার্সিটিতে পড়ে। বিরাট বড়লোকের একমাত্র মেয়েকে পটাইছে। মেয়েকে ইম্প্রেস করার জন্য একটা গাড়ি গিফট করছে। একবার বিয়ে হয়ে গেলে মেয়ের বাপের সব প্রোপার্টি আমার।

মফিজ: আমারও একটাই ছেলে। আমার মতোই বুদ্ধিমান। ভার্সিটিতে পড়ে। সেও বিরাট বড়লোকের একমাত্র মেয়েকে পটাইছে। মেয়েকে ইম্প্রেস করার জন্য ফ্ল্যাট গিফট করছে। ভালোয় ভালোয় বিয়েটা হয়ে গেলেই মেয়ের বাপের সব প্রোপার্টি আমার।

এর মধ্যে তৃতীয় বন্ধু এলো। একজন জিজ্ঞাসা করলো, ‘দোস্ত তোর ছেলে-মেয়ে কয়টা?’

মতলব: আমার এক মেয়ে, আমার মতোই ধান্দাবাজ। দুই পোলারে নাকে দড়ি দিয়া ঘুরাইতেছে। একজন দিছে ফ্ল্যাট আর একজন দিছে গাড়ি। আগামীতে আরও অনেক কিছু আদায় করার প্ল্যান আছে