ভালবাসার কৌতুহল
ম.ম.রবি ডাকুয়া
----------------------------
মনের উপত্যকায় কিছু স্বপ্ন আটকে থেকে
উপর্যুপরি তাকায়,
কিছু বলতে চেয়ে ভীরু দুঠোঁট বাঁকায়।
স্পর্শিত মুখ আর স্বপ্নভরা বুক
কেবল ছুঁতে চায়।
তবু প্রেয়সীর মুখের পানে চেয়ে
এক হাজার বছর কবিতা লিখতে পারি।
স্পর্শে কিছু বলো যেন ফুল হয়ে ফোঁটে,
আর মনের ভিতর কবিতা জেগে ওঠে।
আবার যদি পরাজিত হই যুদ্ধ শেষে,
খুঁজে ফিরি ক্ষুব্ধ বেসে।
ভালবাসায় কোন ঋণ,
ধার দেনা কিংবা ধার্য থাকেনা শোধবার দিন।
অনুন্নত আকাশ,উত্তাল সমুদ্র,
নোংরা বন পথহীন সুউচ্চ পাহাড় যে কেউ ভালবেসে ফেলে,
ভালবেসে ফেলে কৌতুহলে।
কারো সুখ দুঃখে আবৃত রাখে,
কারো আলো আঁধারে ঢাকা থাকে।
তবু আমি ভালবাসাকে জানাই অভিবাদন,
নীল বসনে ঢেকে আকাশ নিজের সৈন্দর্য্যকে জানায় নির্বাসন,
অদগ্ধ ভালবাসার দগদগে ক্ষত
ভালবেসে বয়ে যায় কত।
নদীর ওপারকে সুখ ভাবতে ভালবাসে এপার,
কাছে গিয়ে দেখে বিস্তর ফারাক অপার।