গত 3 মাস আগে রাস্তা সংস্কারের উদ্দেশ্য সোয়ালিয়া,কুপট গ্রামে ধানু জমির এবং খাল এর সংযোগস্থলে কালভার্ট নির্মাণের লক্ষ্যে পুরাতন কালভার্টটি ভাঙ্গা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কৃর্তপক্ষের অবহেলার কারণে গত তিন মাস ধরেও কালভাট নির্মাণ সম্পন্ন করা যায়নি। এমত অবস্থায় পালাক্রমে দুইবার জলোচ্ছ্বাসের কারণে গ্রামবাসীর ধানের পাতা নষ্ট হয়ে যায়। সেই ক্ষতি পূরণ করে উঠতে না উঠতে গত ১৭ ই সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাত এবং কালভাট সংস্কার না হওয়ার কারণে আবারো কৃষকেরা বিপাকে পড়েছে। গ্রামবাসীরা হাল না ছেড়ে দিয়ে বাঁধের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বাঁধ সংস্কারে দায়িত্ব পালন করছেন এলাকাবাসী

This page has been loaded 68611 times.