আকাশ যেমন নদীর টানে,
বৃষ্টি হয়ে ঝরে।
তিতাস পাড়ে বসে আমার,
তোমায় মনে পড়ে।
জোৎস্না রাতে নদীর বুকে,
থাকে যেমন চাঁদ।
হৃদয় মাঝে আজ শুধুই
ব্যাথার আর্তনাদ।
নদীতে যখন জোয়ার আসে
ঢেউয়ে ভাঙ্গে তীর।
তোমার ব্যাথায় ভাঙলো প্রিয়া
আমার মনের নীড়।

This page has been loaded 61315 times.