“এতো ফুচকা তুই একা খাবি?”
“হুম”
“রাক্ষুসী একটা।”
আলিয়ারকে মুখ ভেংচিয়ে জিনাত ফুচকা খাওয়ায় মন দেয়। আলিয়ার ওর মুখোমুখি বসে হাই তুলছে। শুক্রবার হওয়ায় বিকেলে আলিয়ারের সাথে বাইরে ঘুরতে এসেছে জিনাত।
জিনাত হলো আলিয়ারের চাচাতো বোন। আলিয়ারের চেয়ে মাত্র ২ বছরের ছোট। জয়েন্ট ফ্যামিলির সন্তান হওয়ায় দুজনের সম্পর্কটা বেশ মিষ্টি। ফ্রেন্ডের মতোই থাকে ওরা, তাই ঝগড়াটাই করে বেশি। সকাল-বিকাল কথায় কথায় ঝগড়া না করলে পেটের খাবারই হজম হয় না ওদের। পড়াশুনার পাট গুটিয়ে আলিয়ার বাবার ব্যবসার হাল ধরেছে আর জিনাত এবারে অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে।
একের পর এক করে পুরো আট প্লেট ফুচকা খেয়ে ফেলছে জিনাত। আরেক প্লেট নেয়ার সময় আলিয়ার বাধা দিয়ে বলে,
https://www.lovestory-bd.com/10134/
Like
Comment
Share