এই শহরের মানুষগুলো ভীষণ রকম ব্যস্ত।
সকাল থেকে মাঝরাত অব্ধি ছুটতে অভ্যস্ত।
কারো দিকে কেউ ফিরেও চায়না।
চেনা মানুষও যেন অচেনা।

পাশাপাশি থেকেও তারা হয়না প্রতিবেশী।
দেখাদেখি হলেও কথা হয়না বেশী।
অতিথি দেখলে মুখে ভদ্রতার হাসি।
খেয়েদেয়ে চলে গেলে হাঁফছেড়ে বাঁচি।
https://www.lovestory-bd.com/3479/

Favicon 
www.lovestory-bd.com

কবিতা: রঙিন শহর - Love Story BD | ভালবাসার গল্প

কবিতা: রঙিন শহর