সারাক্ষণ অন্যের সাথে কথা বলতে থাকা আর অন্যের মুখে সবসময় হাসি ফোটানো মানুষটাও একদিন হুট করেই চুপচাপ হয়ে যায়।

সে মানুষটার হঠাৎ করে এই চুপ হয়ে পড়ার পিছনে হয়তো কোনো বিশেষ কারণ থাকতেই পারে। সে কারণটা হয়তো হতে পারে তার খুবই ব্যক্তিগত একটা কারণ। যা সে হয়তো কখনো কাউকে মুখ ফুটে বলতে পারবে না। আবার এতদিন যাদের মুখে এই মানুষটা প্রতিনিয়ত হাসি ফুটিয়ে এসেছে, তারাও এটা বুঝতে পারবে না।

সব মিলিয়ে সে মানুষটা একদম চুপ হয়ে যায়। অবেলার বৃষ্টি এখন তাকে আর কাছে টানে না, কিংবা কাশঁফুলের বাগানও এখন তার কাছে খুবই ফ্যাকাসে বলেই মনে হয়। আসলে মন হঠাৎ ভাঙলে কিংবা মনের ওপর কোনো বোঝা চেপে গেলে মুখের বুলি হুট করে হারিয়ে যাওয়াই স্বাভাবিক।

এদিকে আমরাও আবার খুব অদ্ভুত। আমরা সে মানুষটাকে গুটিকয়েক সিমপ্যাথির কথাবার্তা বলতে পারি ঠিকই, কিন্তু কখনো তার চোখের ভাষা আর মনের নিঃশব্দ কড়া আর্তনাদ কখনো বুঝতেই পারি না।

আমরা আমাদের নিয়ে এতোটাই ব্যস্ত যে আমরা কখনো অন্যের দিকে ফিরে তাকানোর সময়টাই নিজেদের সময়ে নির্ধারণ করতে পারি না।

খুব আফসোস হয় এমন নিজেদের দেখলে। আর আরো বেশি আক্ষেপ হয় এমন মানুষদের হারিয়ে ফেললে, যারা কিনা হুট করেই অস্বাভাবিকভাবে চুপ হয়ে যায়।

~Rejuan Ovi

image