হ্যাঁ,এই সেই নন্দিনী চ্যাটার্জী,যিনি কীনা হাজার হাজার বাঙালী মেয়েদের হার্টথ্রব আবীর এর স্ত্রী!এবং তারা ভালোবেসে বিয়ে করেছিলেন প্রায় অনেক বছর প্রেম করে।এটা পোস্ট করার একটাই কারণ।সে'ই আসল পুরুষ বা স্বামী,যে তার স্ত্রী এর রুপ,শারীরিক গঠণ এর চেয়েও বেশি তার গুণের কদর করে।অর্থাৎ, যেসব মেয়েরা "কেন সুন্দরী হলাম না,বা ওর থেকে আমি কম সুন্দর বলে আজ ও ওকে আমার থেকে বেশি পছন্দ করছে"

এইসব ভেবে ডিপ্রেশড হয়ে যাও,তাদের বলি,রুপ দুদিনের।বয়সের সাথে রুপ হারিয়ে যায়,তবে গুণ শেষ নিশ্বাস অবধি থাকে।তাই যে তোমায় ভালোবাসবে,
সে তোমায় সবটা জুড়েই ভালোবাসবে!🌸

image