পিরিয়ডের ব্যাথায় মন মেজাজ কোনোটায় ঠিক ছিলো না৷ যত বার কল দিয়েছে কোনো না কোনো ভাবে ঝগড়া হয়েছে। মুড নাই দুই দিন কথা হয়নি।

আজ ৪০ কিলোমিটার দূর থেকে জার্নি করে নিয়ে আসছে আমার মন ভালো করার জন্য। সে কোনো দোষ করেনি তবুও সরি বলছে।

বিশ্বাস করুন দোষ না করেও সরি বলা ভীষণ কঠিন কাজ। যে মানুষ টা দোষ না করেও সরি বলে তাকে আমি হারাতে চাইনা

-সংগৃহীত

image