আপনি অনেক স্ট্রেইট ফরােয়ার্ড, যা মনে আসে গালাগাল
সহ সরাসরি মুখের উপর বলে দেন, বন্ধু মহলে ঠোটকাটা
স্বভাবের হিসেবে পরিচিত, সবাইকে একদম সামনেই
ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন!?
.
কিন্তু ইসলামে এটাকে বলা হচ্ছে - "লুমাযাহ"
যে ব্যক্তি সরাসরি
- কাউকে লাঞ্চিত ও তুচ্ছ তাচ্ছিল্য করে।
- কারও প্রতি তাচ্ছিল্য ভরে নির্দেশ করে (আঙুল,চোখ,
মাথা বা ভ্রু দ্বারা)
- কারও অবস্থান নিয়ে তাকে ব্যাঙ্গ করে।
- কারাে বংশের নিন্দা করে।
- কাউকে হেয় করে কথা বলে, অপমান করে।
-কারও মুখের উপর তার সম্পর্কে বিরুপ মন্তব্য করে।
সরাসরি বাজে কথা দিয়ে আঘাত করে।
তারাই মূলত "লুমাযাহ" এর অন্তর্ভুক্ত।

#আল্লাহ্ তায়ালা এই মানুষদেরকে পরিবর্তন হতে
বলেছেন, নয়তাে অনিবার্য ধ্বংসের সতর্কতা বাণী
দিয়েছেন।

[সূরা' হুমাযাহ]

This page has been loaded 22649 times.