**ভালোবাসার কষ্টের চাঁদ**
আকাশে ঝুলছে চাঁদটি নীরবে,
মাঝে মাঝে মেঘে ঢাকা,
তুমি ছিলে পাশে, ছিলে আমার,
কিন্তু কেন আজ এতো ফাঁকা?
ভালোবাসা ছিল একসময়,
যা পূর্ণ করেছিল হৃদয়,
আজ কেন সেই চাঁদটি
আমার চোখের জলই খুঁজে পায়?
চাঁদ জানে আমার ব্যথা,
জানে আমার অন্তরের হাহাকার,
তবুও সে হাসে নিরবধি,
কিন্তু আমার দিন কাটে অন্ধকার।
তুমি কি জানো?
তোমার স্মৃতি জুড়ে আমি বেঁচে আছি,
চাঁদের কষ্টে, তার আলোয়,
আমি একা একা খুঁজে ফিরি তোমাকে।
কবে হবে সেই দিন,
যখন চাঁদের কষ্ট থাকবে না আর?
তুমি কি আসবে ফের,
আমার আকাশের তিমিরে চাঁদ হয়ে?
**- অজ্ঞাত**
এই কবিতাটিও ভালোবাসার কষ্ট এবং তাতে থাকা নির্জনতার প্রতিফলন।
Мне нравится
Комментарий
Перепост