আমাদের এই সুন্দর পৃথিবীতে একদা একটি দ্বীপ ছিল যেখানে বাস করত সকল ধরনের অনুভূতি। প্রাচুর্য, সুখ, দুঃখ, অহংকার, জ্ঞান এবং ভালোবাসাসহ সকল অনুভূতির বাস ছিল দ্বীপটিতে। 
 
একদিন অনুভূতিদেরকে জানিয়ে দেয়া হলো – দ্বীপটি খুব শীঘ্রই ডুবে যাবে। এ সংবাদ পাওয়া মাত্রই সবাই জাহাজ তৈরি করা শুরু করল এবং একে একে দ্বীপ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকল। কিন্তু ভালোবাসা দ্বীপটি ছেড়ে যেতে চাইছিল না। ভালোবাসা ঠিক করল সে শেষ পর্যন্ত অপেক্ষা করবে। আর এ কারণে ভালোবাসা কোন নৌকা বা জাহাজও তৈরি করল না। 
 
 
 
Read more https://www.anuperona.com/time/
		
লাইক
			
			 মন্তব্য করুন 		
	
					 শেয়ার করুন				
						 
											 
					 
			 
			 
			 
			 
			